আর্কাইভ থেকে অপরাধ

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা : ডিবি পুলিশ

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। জানালেন ডিবি পুলিশের কর্মকর্তারা।

আজ শুক্রবার (১৮ জুন) রংপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, তিনি আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ঢাকা থেকে ফিরে তারা এক বন্ধুর বাসায় আত্মগোপন করেছিলেন। তার বন্ধুর নাম সিয়াম। তবে তার বন্ধু বাসায় ছিলেন না। তার মা বাসায় ছিলেন। তারা একটি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তারা ওই রাতেই ঢাকা থেকে ফিরেছে অন্য কোথাও অবস্থান করেনি। 

পুলিশ জানায়, তাদের তথ্য যাচাই-বাছাই করব। আসলে সব ব্যক্তিগত কারণ তো বলা যায় না।

সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা জানান, আবু ত্ব-হার  মা ও ভাইয়ের জিডির সূত্রে আমরা অনুসন্ধান করতে থাকি। আজকে আমরা পোপন সূত্রে জানতে পারি আবু তার ত্ব-হা তার প্রথম স্ত্রীর সঙ্গে আছেন। সেই সংবাদ পেয়ে আমরা তাকে নিয়ে আসি।

এর আগে আজ শৃক্রবার দুপুরের দিকে শ্বশুরবাড়ি ফেরেন আদনান। পরে তাকে কোতোয়ালী থানায় নেয়া হয়।

ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন গণমাধ্যমকে বলেন, আবু ত্ব-হা তার শ্বশুর বাড়িতে এসছেন। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে থানা থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার সঙ্গে নিখোঁজ হওয়া অন্য তিনজনকেও নিজ নিজ বাড়ি থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

পরিবারের ভাষ্য মতে- গেলো বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাতে রংপুর থেকে ঢাকার ফেরার পথে রাজধানীর গাবতলী পৌঁছানো মাত্র ত্ব-হা তার গাড়ির চালক মো. আমির, সফরসঙ্গী মো. মুহিদসহ মোট ৪ জন নিখোঁজ হন।

আদনানের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে আদনানের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে তারা থাকতেন। এই তিনজনের সঙ্গে আদনানের সখ্যতা ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন