আর্কাইভ থেকে দেশজুড়ে

পাটের গুদামে অগ্নিকান্ড, ৪ কোটি টাকার ক্ষতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গুদামে থাকা প্রায় চার হাজার মণ পাট পুড়ে গেছে। একই সঙ্গে পাশের তিনটি বাড়িও পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার  (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার মহিমাগঞ্জ বাজারের আজাহার আলীর পাটগুদামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার।

স্থানীয়রা জানান, বুধবার সকালে হঠাৎ গুদামে আগুন লাগে। এ সময় আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। পাশের তিনটি বাড়িতেও আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত গুদাম মালিক আজাহার আলী জানান, বুধবার সকালে আমার গুদামে এ ঘটনা ঘটেছে। কীভাবে গুদামে আগুন লেগেছে সেটি এখনও জানি না। আমার কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ গুদামের মালিক আজাহার জানান, আজ সকালে আমার গুদামে এ ঘটনা ঘটেছে। কীভাবে গুদামে আগুন লেগেছে সেটি এখনও জানি না। আগুনে গুদামে থাকা ৪ হাজার মন পাট পুড়ে যাই হয়ে গেছে। আমার কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন