আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজশাহী ও খুলনায় ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন করোনা পজিটিভ ও বাকি ৭ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ছিলেন। গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। এছাড়া রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭১ জন ও উপসর্গ নিয়ে ১৯৪ জন ভর্তি রয়েছেন।
 
শনিবার (১৯ জুন) হাসপাতালের দেয়া তথ্যে রাজশাহীতে আক্রান্তের হার ৩০ দশমিক ৫ শতাংশ। হাসপাতালটিতে ৩১০ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৩৬৫ জন। 

এদিকে খুলনা করোনা হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ জনের। চিকিৎসাধীন রয়েছেন ১৫৫ জন। এছাড়া সংক্রমণ রোধে বিচ্ছিন্নভাবে কঠোর বিধিনিষেধের আওতায় আছে দেশের বিভিন্ন জায়গা। জরুরি সেবা কার্যক্রম বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন