শেখ হাসিনাকে পুনরায় আ.লীগের সভাপতি করার দাবিতে মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি করার দাবিতে ভোলায় স্বেচ্ছসেবক লীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দরা। মিছিল থেকে 'আওয়ামী লীগর সম্মেলন সফল হোক, সার্থক হোক, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ভোলা জেলার মাটি তোফায়েল আহমেদর ঘাঁটি সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি আবু ছায়েম (ভারপ্রাপ্ত), সাধারন সম্পাদক আবিদুল আলম আবিদ। বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই।