প্রকাশ্যে প্রেমিককে চুমু খেয়েছি: জাহ্নবী
বিখ্যাত পরিচালক বনি কাপূর ও অভিনেত্রী শ্রীদেবীর যোগ্য কণ্যা হিসেবে বলিউডে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন জাহ্নবী কাপূর। বাবা বনি কাপূর বরাবরই চেয়েছেন নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হোক তাদের কণ্যা। আর তাই শুরুতেই নিজের পরিচালিত ছবিতে নেননি জাহ্নবী কাপূরকে। শ্রীদেবী-কন্যারও লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে প্রতিষ্ঠিত করা। টাকার জন্য যে কোনও প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন তিনিও।
আর এখন? ৬টি ছবি করে রীতিমতো জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপূর।
জাহ্নবী শুধু তার অভিনয় দিয়ে নয় বিখ্যাত হয়েছেন তার আর ওরহান অবত্রমানী নামের একজনের সঙ্গে প্রেমের খবর দিয়েও। যদিও ওরহানকে নিয়ে সেই প্রেমের গুজব ধামাচাপাও দিয়েছেন বেশ ভালোভাবেই। তবে বর্তমানে কার সঙ্গে আছেন তিনি? কিছুতেইেএর উত্তর দেননি জাহ্নবী। কিন্তু এক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।
আরও পড়ুন : সামাজিক যোগাযোগ মাধ্যম বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি: জাহ্নবী
রাস্তাঘাটে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কখনও? জিজ্ঞাসা করতেই লজ্জায় পড়েছিলেন ‘মিলি’র নায়িকা। জাহ্নবীর সাক্ষাৎকার নেয়া সেই সাংবাদিককে অবাক করে জবাব দিয়েছিলেন , ‘হ্যাঁ...প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।’
‘আমরা’ মানে কারা, এর উত্তরে তিনি জানান, সাংবাদিক-আলোকচিত্রী সবাইকে এড়িয়ে চলতেন এক সময়। কখনও কখনও এমনও হয়েছে যে, গাড়ির ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা এড়াতে। যশ-খ্যাতি তার স্বাধীন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়াক, কখনওই চাননি। সে সময় ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে প্রেম করতেন জাহ্নবী।
তার কথায়, “রাজনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রেমে মোড় নেয়। কিন্তু কিছু দিনের মধ্যেই আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। এখন আমার বোন খুশি ওর সঙ্গে প্রেম করে। যদিও আমরা তিন জনেই আগে বন্ধু, তারপর সব কিছু।”
আগামী দিনে খেলা নিয়ে ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। এতে তার নায়ক হিসেবে থাকবেন রাজকুমার রাও। এছাড়াও ২০২৩ সালের ৭ এপ্রিল মুক্তি পাবে ‘বাওয়াল’ ছবিটি। পারিবারিক ছবি নিয়ে নির্মিত হচ্ছে এ ছবিটি।
আরও পড়ুন : সমুদ্রের মাঝে ঝলসে উঠছেন জাহ্নবী