পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, নিহত ১
পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ অর্ধশত।
নিহত বিএনপি নেতার নাম আব্দুর রশিদ আরেফিন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলো নিয়ে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি।
তবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ঢাকা আর সিটি নির্বাচনের কারণে রংপুর বাদে সারাদেশে কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।