সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুড়িগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় হেলপারসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন।
নিহতরা হলেন- মিশুক আরোহী আব্দুল হান্নান (৪৪) ও পথচারী বিপ্লব মিয়া (৩৯)। অপরদিকে ফুলবাড়ী উপজেলার গাবেরতল এলাকায় বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শরিফুল ইসলাম (১৬) মারা যান।
নিহত আব্দুল হান্নান কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ও বিপ্লব মিয়া একই উপজেলার বেলগাছা ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে শরিফুল ইসলাম।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে কুড়িগ্রামে নৈশকোচ দুর্ঘটনায় নিহত দুই পরিবারে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।