চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আফসানা খাতুন (২৭) নামের এক গৃহবধূ।
আফসানা একই উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী। একসঙ্গে চার সন্তান পেয়ে খুশি তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের মেডিনোভা হাসপাতালে স্বাভাবিক প্রসবে তাদের জন্ম হয়। বিহয়টি নিশ্চিত করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্টার ডা. মাহবুবুল আলম।
শাহাদত বলেন, স্ত্রীর প্রসবের তারিখ ছিল ২০ ফেব্রুয়ারি। তবে আজ সকালে হঠাৎ আফসানার প্রসব ব্যথা ওঠে। পরে মেডিনোভা হাসপাতালে ভর্তি করলে স্বাভাবিক প্রসবে পর পর চার বাচ্চার জন্ম দেয় সে। চিকিৎসকরা বলেছেন, সদ্যজাত ওই চার শিশু স্বাভাবিক সময়ের আগে জন্ম নেয়ায় ওজন তুলনামূলক কম।
রেজিস্টার ডা. মাহবুবুল আলম বলেন, ওই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম। তাই তাদের কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টে ভুগছে নবজাতকগুলো। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।