দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৫ রান
শনিবার টেস্টের তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট।
তৃতীয় দিনে বাংলাদেশ দল সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছিল ২৩১ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে প্রথম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুলরা।
তৃতীয় দিনে অধিনায়ক লোকেশ রাহুল ২ রান, চেতেশ্বর পূজারা ৬ রান, শুভমান গিল ৭ রান বিরাট কোহলি ১ রান আর রাহুল ২ রান করে মাঠ ছাড়েন।
তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে মিরাজ ৩ উইকেট ও সাকিব একটি উইকেট পান।