করোনার কারণে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজ বাতিল
করোনাভাইরাসের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিল করতে বাধ্য হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। চলতি বছরের এপ্রিলে জিম্বাবুয়েতে আয়ারল্যান্ডের সফর করার কথা ছিল।
বর্তমানে আফ্রিকার দেশগুলোতে করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় কোনোরকম ঝুঁকি নিতে চায়নি জেডসি। জিম্বাবুয়ে বোর্ডের কাছ থেকে সিরিজটি বাতিল হওয়ার খবরে বেশ হতাশ আয়ারল্যান্ড হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক রিচার্ড হোল্ডসওয়ার্থ। করোনাকালে এ ধরণের সিদ্ধান্ত আগেই প্রত্যাশা করেছিলেন বলে জানান তিনি।
রিচার্ড বলেন, আমরা খুবই হতাশ। তবে সত্যি কথা বলতে কী, আমাদের সহযোগী জিম্বাবুয়ের পক্ষ থেকে ঘোষণাটি অপ্রত্যাশিত নয়।
যদিও আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার তিনটি ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের অংশ নয়। ফলে আসছে গ্রীষ্মের যে কোন সময় ওয়ানডে সিরিজটি আয়ারল্যান্ডে খেলতে চায় জিম্বাবুয়ে। জেডসির এমন সিদ্ধান্তের প্রশংসাও করেন হোল্ডসওয়ার্থ।
এ ব্যাপারে তিনি বলেন, এই সফরকে সম্ভব করে তুলতে তাদের প্রচেষ্টা এবং সচেষ্ট কার্যক্রম সত্যিই প্রশংসার দাবীদার। তবে শেষ পর্যন্ত আমাদের খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি অবশ্যই আগে বিবেচনা করতে হবে।
এস