ফুলবাড়ীতে খড়ের ভিতর ২৬ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর মধ্যে বিশেষ কায়দায় গাঁজা রেখে খড়ের আটি দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম ইসাহাক আলী (৫৩)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের বাসিন্দা।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চান্দের বাজার এলাকায় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আগামীকাল রবিবার সকালে আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।