আর্কাইভ থেকে আওয়ামী লীগ

নির্বাচন সামনে রেখে অভিজ্ঞদের কমিটিতে রেখেছেন প্রধানমন্ত্রী : কাদের

বৈশ্বিক সংকট, নির্বাচন সামনে রেখে অভিজ্ঞদের কমিটির দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ার দায়িত্ব বেড়ে গেলো। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (২৫ ডিসেম্বর) ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা জানানো পর তিনি এসব কথা বলেন। আরও পড়ুনঃ তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন,কাউন্সিলরদের মনের ভাষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

ওবায়দুল কাদের আরও জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এর ২২তম জাতীয় কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আরও পড়ুনঃ আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের।

এ সম্পর্কিত আরও পড়ুন