আশা জাগিয়েও পারলো না টাইগাররা
৬ উইকেট হাতে নিয়ে ১০০ রানের লক্ষ্যে আজ রোববার চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে ভারত। দিনের শুরুতেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও মিরাজ আঘাত হানেন ভারতীয় শিবিরে। দিনের দ্বিতীয় ওভারে জয়দেব উনাদকাটকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন টাইগার অধিনায়ক। মিরাজের আঘাতে ঋষভ পান্ত বিদায় হন ৯ রান করে। অক্ষর প্যাটেলকে মিরাজ বিদায় করেন ৩৪ রানের মাথায়। তখন জয়ের পাল্লা ছিলো বাংলাদেশের দিকেই। যে গতিতে এগিয়ে যাচ্ছিলো মিরাজ ও সাকিবের বল, জয় সেই গতিতে আশা জাগিয়ে ছিলো তাদের মনে। আরও পড়ুনঃ সকালেই ভারত শিবিরে মিরাজ-সাকিবের প্রচণ্ড আঘাত কিন্তু শেষ রক্ষা আর হলো না। শ্রেয়াস আইয়ার ও রবীচন্দন অশ্বিন জোটি আর টাইগার বোলারদের ফাঁদে পা দেয়নি। তারা ভারতেক নিয়ে যান জয়ের দিকে।
এর আগে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ভারত সংগ্রহ করেছিল ৩১৪ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ২৩১ রান। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের। দ্বিতীয় ইনিংসে ভারত তাদের লক্ষ্য ১৪৫ রান সংগ্রহ করে ৩ উইকেট বাকি থাকতেই। তাই ২-০ তে সিরিজ জিতলো ভারত। ঢাকা টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ৩ উইকেটে হারল বাংলাদেশ
আরও পড়ুনঃ দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৫ রান