পরকীয়ায় লিপ্ত বাবাকে খুন করে দেহ জ্বালিয়ে দিলেন দুই ছেলে
পরকীয়া নিয়ে নিত্য অশান্তি লেগেই থাকতো পরিবারে। তাতে মোটেই পাত্তা দিতেন না ৪৩ বছর বয়সী ধনঞ্জয় নবনাথ বনসোড (৪৩)। ফলাফল, দুই ছেলের হাতে খুন হলেন। শুধু খুন করেই ক্ষান্ত হয়নি ছেলেরা জ্বালিয়েও দিয়েছেন তার দেহ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণে শহরে।
রোববার (২৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন থেকে জানা গেছে, মৃত ধনঞ্জয় নবনাথ বনসোড একটি খাবারের দোকান চালাতেন। গত কয়েক বছর ধরে নাগপুরের এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তার। সমাজমাধ্যমে তাদের যোগাযোগ ছিল। এই সম্পর্কের কথা বাড়িতেও কারও অজানা ছিল না।
স্ত্রী এবং দুই ছেলের সামনে পরকীয়া সম্পর্কে রাখঢাক করতেন না ধনঞ্জয়, অভিযোগ তেমনটাই। পরকীয়া নিয়ে পরিবারের নিত্য অশান্তি লেগে থাকত। তাতে পাত্তা দিতেন না ধনঞ্জয়।
ধনঞ্জয়ের ছেলেরা এক জন কলেজ ছাত্র, অন্য জন দ্বাদশ শ্রেণিতে পড়েন। ‘দৃশ্যম’ ছবির কাহিনিপট থেকে অনুপ্রাণিত হয়ে বাবাকে খুনের ছক কষেন দুই ছেলে। তাদের নাম সুজিত এবং অভিজিৎ।
পুলিশ জানিয়েছে, পরিকল্পনামাফিক গত ১৫ ডিসেম্বর রাতে বাবার ঘরে গিয়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করেন ছেলেরা। তারপর মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়।খুনের পর দেহ জ্বালিয়ে দেন তারা। নিজেরাই থানায় গিয়ে বাবার নিখোঁজ ডায়েরি করে আসেন। তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিলেন। কিন্তু অবশেষে দু’জনেই ধরা পড়ে যান। পুলিশি জেরার মুখে স্বীকার করে নেন খুনের কথা। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।