আর্কাইভ থেকে ফুটবল

হামলার শিকার ব্রাজিলের সাবেক কোচ তিতে

কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই নেইমারদের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে। কিন্তু তাতেও ছাড় মিলছে না সাবেক কোচের। ব্রাজিলের একটি সংবাদপত্র জানিয়েছে, গেলো সপ্তাহে রিয়োতে নিজের বাড়ির সামনে এক দুষ্কৃতীর হাতে আহত হন তিনি! যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুনঃ ব্রাজিলের বিদায়, পদত্যাগ করলেন তিতে সংবাদপত্রের প্রতিবেদন বলা, গেলো সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেন দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এমনকি সেই ব্যক্তি তিতের কাছে ব্যাখ্যা চায়, কেন ব্রাজিল এ ভাবে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল।

পরে সাংবাদিকরা তিতের প্রতিক্রিয়া চাইলে তিনি কোনও স্পষ্ট জবাব দিতে চাননি। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগানে চেন দিয়ে বেঁধে রাখা সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিক ভাবে হেনস্তার শিকার হন। তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। অবস্থা বেগতিক দেখে সেই ব্যক্তি পালায়। আরও পড়ুনঃ আর্জেন্টিনার জয়ের ম্যাচে ব্রাজিলের পুনর্মিলনী কাতার থেকে দেশে ফেরার পরে তিতে কোনও সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে দেখা করছেন না। রিয়োতে নিজের বাড়িতে স্ত্রী এবং অন্যান্য সদস্যদের সঙ্গে দিন কাটাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন