বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকাকে বেধড়ক মারধোর
পার্কে প্রেমিকার হাত ধরে ঘুরছিল এক যুবক। হঠাৎই প্রেমিকার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিল, ঘুষি,থাপ্পড় মারতে শুরু করে সেই যুবক! মারধরের সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলায়।
রোববার (২৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা আজকালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, ওই কিশোরী ও যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সদ্য সে বিয়ের প্রস্তাব দিলে, কিশোরী মুখের উপর না করে দেন। প্রত্যাখ্যানের কারণে বেজায় চটে যায় যুবক। তখনই মারধর শুরু করে তার প্রেমিকাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পার্কে প্রেমিকার হাত ধরে ঘুরছিল যুবক। আচমকা কিশোরীকে চড় মারতে শুরু করে। এরপর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে প্রেমিকাকে কিল, ঘুষি, থাপ্পড় মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান কিশোরী। যুবকের সেই মারধরের ভিডিও রেকর্ড করেন আরও কিছু যুবক। ঘটনার পরেই তারা পালিয়ে যায়। এরপরই স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে পুলিশে খবর দেন।
ভাইরাল ভিডিওটি দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। কিশোরীর বাড়ির পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে কিশোরীর অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।