আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে নামছে করোনা সংক্রমণের গ্রাফ

ভারতে আরও কিছুটা কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশটিতে গেল ২৪ ঘণ্টায় মারণ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৫৮৮ জন। ৮১ দিনের মধ্যে শনিবার ভারতে সবচেয়ে কম সংক্রমিত শনাক্ত হয়েছে। অপরদিকে একদিনে মারা গেছে এক হাজার ১৫৪ জন। যা ১৪ এপ্রিলের পর সর্বনিম্ন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, ভারতে এই মুহূর্তে সংক্রমিত করোনা রোগীর সংখ্যা সাত লাখ ৩৬ হাজারের বেশি। একমাত্র কেরালাতেই টানা তিন দিন ধরে নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ১০ হাজারের ওপর। রাজ্যটিতে গেল ২৪ ঘণ্টায় করোনা রোগী চিহ্নিত হয়েছে সাড়ে ১২ হাজারের কাছাকাছি। এরপরই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাডু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ।

ভারতে করোনার সেকেন্ড ওয়েভ শুরুর পর শনিবার সর্বনিম্ন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। প্রতিদিনের সংক্রমণ কমার পাশাপাশি বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৮৭ হাজার ৬১৯ জন করোনা রোগী। প্রতিদিন লাগাতার সংক্রমণের চেয়ে সুস্থতা বেশি হওয়া ভাল লক্ষণ মনে করা হচ্ছে। তাই করোনা পরিস্থিতি উত্তরণে আশা জোগাচ্ছে ভারতীয় চিকিৎসক মহলকে

ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৩৫২ জনের শরীরে। ভাইরাসের সংক্রমণে মোট মারা গেছে তিন লাখ ৮৬ হাজার ৭৪০ জন। আর মারণ ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছে দুই কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন রোগী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন