আর্কাইভ থেকে দেশজুড়ে

টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় সাতদিনের কঠোর বিধিনিষেধ

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে টাঙ্গাইল সদর ও এলেঙ্গা পৌর এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

রোববার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক ড. আতাউল গনি এ সিদ্ধান্তর কথা জানিয়েছেন।

জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে টাঙ্গাইল সদর ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের সর্বাত্তক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এইসব এলাকায় কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেটসহ সবই বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পন্যবাহী ট্রাক ছাড়া গণপরিবহন, রিক্সা, ইজিবাইকসহ সকল যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ১৫৩ টি নমুনায় ৪৭ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১০৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৮ জন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন