আবারও ব্যাট হাতে মাঠে ফিরছেন শচিন-লারা
আবারও ব্যাট হাতে ফিরছেন শচিন টেন্ডুলকার-ব্রায়ান লারা। আগামী মাসেই ২২ গজে ফিরতে চলেছেন দুই কিংবদন্তি। ভারতের মাঠে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টিতে অংশ নেবেন মুত্তিয়া মুরলিধরন, ব্রেট লি, শন পলক, বিরেন্দ্র শেওয়াগ, জন্টি রোডসের মতো তারকারা।
সচেতনতামূলক এই টুর্নামেন্টে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা আবারও নিজেদের দেশের জার্সিতে মাঠে নামবেন তারা।
গত বছরে করোনার কারণে স্থগিত হওয়া বাকি ম্যাচগুলো খেলা হবে এবছর। গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় পাঁচ দেশের কিংবদন্তিদের নিয়ে এই প্রতিযোগিতা। করোনার হানায় চার ম্যাচ পরেই বন্ধ হয় এই আয়োজন। আগামী ২ থেকে ২১ মার্চ পর্যন্ত ছত্তিশগড়ের রায়পুরে মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো।
ভারতের মহারাষ্ট্রের রোড সেফটি সেল সচেতনতামূলক প্রচার হিসেবেই এই টুর্নামেন্ট আয়োজন করে।