রসিক নির্বাচনে ৬৬ কেন্দ্রের ফল : লাঙ্গল ৩৮০৭৮, হাতপাখা ১৪৩১২
রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ৬৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। লাঙ্গল প্রতিকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী হাতপাখা ১৪ হাজার ৩১২ ভোট ।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে শেষ হওয়া ৬৬টি ভোটকেন্দ্রের ফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৬টি কেন্দ্রের ফলে লাঙল ৩৮ হাজার ৭৮ ভোট, হাতপাখা ১৪ হাজার ৩১২ ভোট, হাতি ৯ হাজার ২৬৭ ভোট এবং নৌকা ৬ হাজার ৪৫৮ ভোট পেয়েছে। এ ছাড়া ডাব ২ হাজার ৪১৪ , গোলাপ ফুল ১ হাজার ৬০২, দেওয়াল ঘড়ি ৬৫১, হরিণ ৭৯৩, মশাল ১ হাজার ৬৮৭ ভোট পেয়েছে।
এবারের রসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি। এ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৬০ জন। মেয়র পদে ৯ জন ও কাউন্সিল পদে রয়েছেন ১৮৩ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।