মেট্রোরেল উদ্বোধন: অতিথিরা কিনবেন ৫০০ টাকার টিকিট
আজ চালু হতে হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। শুরুতে রাজধানীর দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। উদ্বোধনীর দিনে সব আমন্ত্রিত অতিথিকে পাঁচশ টাকার রিচার্জ কার্ড (টিকিট) কিনতে বলা হয়েছে। বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন।
স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লেখেন, উত্তরা থেকে আগারগাঁও, ঐতিহাসিক যাত্রার জন্য প্রস্তুত। আমন্ত্রিত সব অতিথিকে নিজের টাকায় পাঁচশ টাকার (টিকিট) রিচার্জ কার্ড কিনতে বলা হয়েছে।