আর্কাইভ থেকে ফুটবল

মার্টিনেজকে নিয়ে মাথা ঘামানোর সময় নেই: এমবাপ্পে

বিশ্বকাপের ফাইনালের আগে থেকেই ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্নায়ুযুদ্ধে নামেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। বিশ্বকাপ জয়ের পর এমবাপ্পেকে আক্রমণের ধার কয়েকগুণ বাড়িয়ে দেন আর্জেন্টাইন এ ফুটবলার।

তবে এটাতে মাথা ব্যাথা নেই এমবাপ্পের।

তিনি বলেন, ‘ওর (মার্তিনেসের) উদযাপন নিয়ে আমার কোনো সমস্যা নেই। এসব অর্থহীন বিষয়ে কথা বলে নিজের সময়টা আমি নষ্ট করতে চাই না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্লাবের জন্য নিজের সেরাটা দেয়া।’

বিশ্বকাপ শেষ হয়েছে ১০ দিন হলো। এতদিন এ বিষয়ে মুখ খোলেননি এমবাপ্পে। অবশেষে মন্তব্য করলেন বুধবার (২৮ ডিসেম্বর) রাতে পিএসজিকে জিতিয়ে।

এমবাপের শেষ মুহূর্তের গোলে স্ত্রাসবুর্গকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।

ফাইনাল শেষে আর্জেন্টিনার ড্রেসিংরুমে এমবাপ্পের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেছিলেন মার্তিনেস। এখানেই থেমে থাকেননি তিনি। নিজ দেশে শিরোপা উদযাপনের সময় তাকে দেখা যায় ফরাসি একটি পুতুল কোলে ধরে রাখতে।

এরপরই সমালোচনার তীর ছুটে আসে মার্তিনেসের দিকে।

এ সম্পর্কিত আরও পড়ুন