প্রেমে আনুন ক্লাইমেক্স...
মানুষের মনের ইচ্ছের তো শেষ নেই। কয়েকজনের তো আবার অদ্ভুত সব চিন্তা থাকে। আর মেয়েদের মনের গভীরে তল পাওয়া, সে তো আরও কঠিন! এই যেমন তাদের মধ্যে অনেকেই চান তার বয়ফ্রেন্ড যেন তাকে সারাদিন মিস করে। এই মিস করার মাধ্যমেই তারা মনে সুখ খুঁজে পান। তবে কীভাবে এই কাজটি করা যায়, এই বিষয়টি সম্পর্কে তাদের বেশিরভাগেরই তেমন কোন ধারণা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, ভালোবাসার সম্পর্কে নানা চাহিদা থাকে। এই চাহিদার মধ্যে দিয়েই বৃদ্ধি পেতে থাকে প্রেমের রস। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু চাইলেই হবে না। সেই চাহিদা পূরণের রাস্তা জানতে হবে। তবে মানুষ এই কাজটিতেই বেশিরভাগ সময় পিছিয়ে থাকেন।
মেয়েদের মন বোঝা খুবই দুষ্কর। তারা চিন্তা করেন একরকম। আর হয় অন্যরকম। তাদের মনের সুপ্ত বাসনা যদি পূর্ণ না হয়, তবে অনেকক্ষেত্রেই দেখা দিতে পারে সমস্যা। তবে বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমরা থাকতে আপনি অতৃপ্ত থাকবেন, এমনটা হতে পারে না। এবার এমন কয়েকটি টিপস দেব, যাতে বয়ফ্রেন্ড সারাদিন আপনাকে মিস করতে থাকবেন। রহস্যময়ী করে তুলুন নিজেকে খোলা খাতার প্রতি মানুষের কোন আকর্ষণ থাকে না। তাই কিছু বিষয় আপনি অবশ্যই নিজের মধ্যে লুকিয়ে রাখুন। চেষ্টা করুন যতটা সম্ভব নিজেকে রহস্যময়ী করে তুলতে। এভাবেই আপনি সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। দেখবেন সঙ্গী আপনাকে সবসময় মিস করছেন। তাকে ছেড়ে ঘুরতে যান
এতদিন একা একা যাননি কোথাও। এবার সময় এসেছে বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার। আপনি ওনাকে ছেড়ে একটু বেরিয়ে পড়তে পারলেই দেখবেন তিনি কেমন একটা হয়ে গিয়েছেন। সারাদিন আপনার কথা ভেবেই পাগল হয়ে যেতে পারেন। তাই এই পদ্ধতি একবার ব্যবহার করেই দেখুন না। পূর্ণ হবে আপনার মনের আশা। বন্ধুদের সঙ্গে মেলামেশা আপনি নিজের বন্ধুদের এবার থেকে একটু বেশি সময় দিন। তবে তখন বয়ফ্রেন্ডকে সময় দিতে হবে কম। বন্ধুদের সঙ্গে কাটানো সময়ের ছবি আপনি ফেসবুক, হোয়াটস অ্যাপে দিতে ভুলবেন না। দেখবেন কত সহজ সমাধান আপনি করে ফেলতে পেরেছেন। এমনকী বয়ফ্রেন্ডের মনে তখন পাগল পাগল অবস্থা হবে। মেসেজের রিপ্লাই দেবেন দেরিতে আপনাকে তিনি ফোন করতে পারেন। এমনকী মেসেজও করতে পারেন। তবে সেই সবের উত্তর দ্রুত দিলে চলবে না। বরং আপনি কিছুটা সময় নিন। তারপর প্রত্যুত্তর দিন। আপনি যতটা সময় নিয়ে এসবের উত্তর দেবেন, দেখবেন তিনি ততই মিস করছেন আপনাকে। হবে অভিপ্রায় সম্পূর্ণ। কথা কম, দেখাও কম আপনি বেশি দেখা করলে আর মিস করার কোনও জায়গাই রইল না। তাই ডেটের সংখ্যা কমান। এমনকী দেখা হলেও অতিরিক্ত কথা নয়। দেখবেন সঙ্গী কিছুই বুঝে উঠতে পারবেন না। এমনকী আপনাকে মিস করতে থাকবেন নিজের মতো করে। তাই চিন্তা নেই বললেই চলে।
তবে আগেই বলে রাখছি, যা করবেন ভেবে করবেন। কারণ এই মিস করার চক্করে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। তখন যা তা অবস্থা হবে জীবনের। তাই এই পদ্ধতি ব্যবহারের আগে সতর্ক হয়ে যান। তবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় ভালোবাসার সম্পর্কে বাড়বে জটিলতা।