আর্কাইভ থেকে দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন-বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন।

সকালের গোয়ালন্দের হাঁটাপাঁটির সদস্য ও প্রধান শিক্ষক সুশীল কুমার রায় বলেন, আজ রাত থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঘন কুয়াশায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বলে জানান।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন যুগান্তরকে বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এ নৌরুটে ১১টি ছোটবড় ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন