আর্কাইভ থেকে দেশজুড়ে

রূপগঞ্জে সংবাদকর্মীর উপর হামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারী টেলিভিশনের সংবাদকর্মী রিপন মিয়ার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায়  আবু তাহের নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২ জানুয়ারি) সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তথ্য সংগ্রহ কালে স্বসস্ত্র হামলার শিকার হন তিনি।

হামলার শিকার হওয়া সংবাদকর্মী রিপন মিয়া জানান, ‘পূর্ব শত্রুতার জেরে মাঝিনা  এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবু তাহের, গোয়ালপাড়া এলাকার আলীর ছেলে সবুজ মিয়া, নায়েব আলীর ছেলে সামিম, মেয়ে শিউলিসহ  অজ্ঞাত  আরো সাত থেকে আঁট জন জলসিড়ি এলাকায়  তার উপর হামলা করে। এ সময় তার গাড়ী ভাংচুরের চেষ্টা করে। পাশাপাশি লাঠি দিয়ে মারধর করে বাম হাতের কব্জির হাড় ভেঙ্গে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে  চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে  পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের মাঝে রোববার রাতে আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।  বাকিদেরও দ্রুত আইনের আঁওতায় আনার চেষ্টা চলছে।’

এদিকে রিপন মিয়ার উপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সব হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। এ সময় হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে মহা সড়ক অবরোধ সহ বড় ধরনের কর্মসূচি পালনের কথা জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদারসহ সাংবাদিকরা৷

এ সম্পর্কিত আরও পড়ুন