আর্কাইভ থেকে ক্রিকেট

বিপিএল নবম আসরেও সব ম্যাচে থাকছে না ডিআরএস

সাতটি দল নিয়ে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।

নবম আসরে এসেও দেশের সব থেকে বড় ঘরোয়া ক্রিকেট আসরটি প্রযুক্তিতে পিছিয়ে আছে । বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস ব্যবস্থা রাখা হয়। সাধারণত আম্পায়ারের সিদ্ধান্ত অপছন্দ হলে ক্রিকেটাররা পুনরায় আবেদন করে এই পদ্ধতিতে। তবে দেশের সব থেকে বড় ঘরোয়া ক্রিকেট লিগের গ্রুপ পর্বে হবে না এই প্রযুক্তির ব্যবহার। গ্রুপ পর্বে ডিআরএস না থাকলেও এলিমিনেটর পর্ব থেকে পাওয়া যাবে এই প্রযুক্তি।

শনিবার (৩১ ডিসেম্বর) কমিটির বৈঠক শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের জানান, এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই প্রযুক্তি পাওয়া যাচ্ছেনা।। সাধারণত ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়। হক-আই আনা হলে আগের থেকেই তাদের নিশ্চিত করতে হবে। তবে এলিমিনেটর থেকে ডিআরএস থাকবে। তিনটি এলিমিনেটর ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে, যেখানে কমপ্লিট ডিআরএস পাওয়া যাবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা বিকল্প ডিআরএস দেয়ার চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন