আর্কাইভ থেকে ফুটবল

নতুন অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি : ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের হয়ে বিশ্বকাপের ব্যর্থতা ভুলে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলাকে দূরে সরিয়ে ফের নতুন ইনিংস শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ২০ বছর দাপটের সঙ্গে খেলেছেন ইউরোপের ক্লাব ফুটবলে। পর্তুগিজ এই স্ট্রাইকার ইংল্যান্ড, স্পেন ও ইতালির পাঠ চুকিয়ে এবার যোগ দিয়েছেন এশিয়ার ফুটবলে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। সেখানে নিজের ক্যারিয়ারের দুই দশকের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান সিআর সেভেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আল নাসের ক্লাব পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে বরণ করে নিয়েছে। ক্লাবটিতে এসে প্রথমবার সংবাদ সম্মেলনেও কথা বলেছেন পর্তুগিজ এই তারকা। সেখানেই তিনি জানিয়েছেন, আল নাসেরকে কথা দেয়ার কারণেই অন্য কোনো ক্লাবে যাননি পর্তুগিজ এই স্ট্রাইকার।

রোনালদো বলেন, ‘আমার কাছে ইউরোপ, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার অনেক ক্লাবের প্রস্তাব ছিল। যুক্তরাষ্ট্র ও আমার দেশ পর্তুগালের কয়েকটি ক্লাবও আমাকে চেয়েছিল। কিন্তু আমি আল নাসেরকে কথা দিয়েছিলাম এবং সেটা রাখলাম।’

নতুন

ইউনাইটেড ছাড়ার পর প্রায় দেড় মাস ক্লাবহীন ছিলেন রোনালদো। বেশকিছু গুজন শোনা গেলেও শেষ পর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গেই চুক্তি করেন তিনি। আল নাসেরের সঙ্গে চুক্তি করে রোনালদো বলেন, 'একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি মুখিয়ে আছি। সৌদি আরবের ফুটবলের উন্নয়নে আল নাসরের যে লক্ষ্য সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।'

এদিকে সময়ের সেরা এক ফুটবলারকে চুক্তি করিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট মুসালি আলমুয়াম্মার বলেন, ‘এটি ইতিহাস তৈরির চেয়েও বড় কিছু। রোনালদোর সঙ্গে এই চুক্তি শুধু আমাদের ক্লাবকেই নয়, আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’

সৌদি আরবের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর অন্যতম একটি ক্লাব আল নাসের ক্লাবটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠা করা হয়। ক্লাবটি সৌদির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সৌদি প্রফেশনাল লিগে (এসএফএল) খেলে। প্রতিযোগিতার অন্য নাম আবদুল লতিফ জামিল লিগ বা দাউরি জামিল। যেটাকে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করেন সিআর সেভেন।

নতুন

তিনি বলেন, ‘আমি জানি, সৌদি আরবের লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমি এই লিগের অনেক ম্যাচ দেখেছি। কোচ যদি মনে করেন আমাকে সুযোগ দেয়া উচিত, তবে খেলব। খেলা চালিয়ে যেতে আমি প্রস্তুত।’

বর্তমান সময়ের সেরা ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নামের সঙ্গে লেপ্টে আছে অনেক রেকর্ড। ক্লাব ক্যারিয়ারে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতেছেন তিনি। লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি'অর জিতেছেন তিনি।

নতুন

তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুটি করে স্প্যানিশ লা লিগা এ ইতালিয়ান সিরি আ জিতেছেন। আন্তর্জাতিক ফুটবল এবং চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরারও এখন রোনালদো। এসব রেকর্ডই তাকে অনন্য করে তুলেছে ফুটবল দুনিয়ায়।

এই সুপারস্টার নিজেও নিজেকে অনন্য মনে করেন। এ সম্পর্কে রোনালদো বলেন, ‘আমার চুক্তিটি অনন্য। কারণ, আমি নিজেই অনন্য প্লেয়ার।’

আল নাসের ক্লাবে যোগ দিয়ে বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলার অর্থ পাচ্ছেন রোনালদো। নতুন ঠিকানায়ও প্রিয় ৭ নাম্বার জার্সি পাচ্ছেন তিনি। এখন কোচ চাইলেই মাঠে নামবেন পর্তুগিজ এই তারকা।

الرياضي الأعظـم عالميًا 🌏 يـوقع رسميًا لـ #العالمي 🤩#رونالدو_نصراوي pic.twitter.com/BBq469mAYh

— نادي النصر السعودي (@AlNassrFC) December 30, 2022

এ সম্পর্কিত আরও পড়ুন