আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে সদর উপজেলা প্রশাসনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুড়িগ্রামে সদর উপজেলা প্রশাসনের সাথে নবাগত মোহাম্মদ সাইদুল আরীফ এর  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের উদ্যোগেও ও উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

জেলা প্রশাসক মতবিনিময় সভায় জানান, ‘সততা ও নৈতিকতার সাথে সবাইকে একযোগে কাজ করতে হবে। মৎসচাষে আমাদের অপার সম্ভাবনা রয়েছে, সেখানে কর্মপরিধি বাড়াতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে। এছাড়াও সমাজসেবা ও কৃষিতে আরো জোড় দিতে হবে। সবাই মিলে সততার সাথে কাজ করলে কুড়িগ্রামকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।’

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুল হাসান সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর প্রতীক আব্দুল হাই সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আব্দুল বাতেন, সদর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন চিনু, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুর বখত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এস.এম হাবিবুর রহমান,কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন