আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেলো শ্রমিক লীগ নেতার

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা গেছেন শ্রমিক লীগ নেতা আবুবকর (৪৫)। 

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। নিহত আবুবকর মাদবচর চর ইউনিয়নের ডাইয়ার চর গ্রামের খালেক ফকিরের ছেলে ও মাদবচর চর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন।

জানা যায়, গত ২১ জুন মাদারীপুরের শিবচরে ১৩ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে মাদবচর চর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী ইউসুফ সর্দার ও আজিজুল সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ইউসুফ সর্দারের সমর্থক মনির সর্দারসহ আরো কয়েকজন আজিজুল সর্দারের সমর্থক শ্রমিক লীগ নেতা আবুবকরকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুত্বর আহতবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে তাকে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাত ১০ দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি মারা যান।

মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মনির সর্দারসহ জড়িতরা পলাকত রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন