আর্কাইভ থেকে দেশজুড়ে

পাবনায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

পাবনা র‌্যাবের বিশেষ অভিযানে ২টি পাইগানসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আজ সকাল ১০ টায় এক প্রেস ব্রিফিংয়ে পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাত ১১টার সময়  র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি অস্ত্রসহ এক জনকে আটক করেন।

আটককৃত মোঃ রাসেল (২১) আতাইকুলা থানা মধুপুর এলাকার মোঃ রেজাউল করিম ছেলে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন