টাকার অভাবে হাসপাতাল থেকে ছাড় পাচ্ছেননা নায়ক ফারুক
দেশের বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় দুই বছর ধরে। তবে বেশ কয়েক মাস ধরে এই চিত্রনায়ক সুস্থ। কিন্তু সুস্থ হয়েও দেশে ফিরতে পারছেন না ফারুক।
এই বরেণ্য অভিনেতার দেশে না ফেরার কারণ জানালেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। একটি দৈনিক সংবাদপত্রকে দেয়া সাক্ষাতকারে তিনি জানান, আপনাদের ফারুক ভাই এখন সম্পূর্ণ সুস্থ। শারীরিক কোনো জটিলতা নেই। দেশবাসীর দোয়া ছিল বলেই আমরা এখন তার হাসিমুখ দেখতে পাচ্ছি।
তিনি বলেন, দেশের মাটিতে ফিরতে তো সবারই মন চায়। চাইলেই কী ফেরা সম্ভব! সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসা নিচ্ছি। ওই হাসপাতালের চিকিৎসা অনেক ব্যয়বহুল। অনেক টাকা বিল হয়েছে। সম্পত্তি বিক্রি করে কিছু বিল দিয়েছি। আরও বিল বাকি রয়েছে।সব বিল পরিশোধ করলেই কেবল হাসপাতাল থেকে ছুটি মিলবে।
ফারুকের স্ত্রী জানান, দেশে আসার জন্য ফারুক উদগ্রীব। তবে সবকিছু নির্ভর করছে টাকা সংস্থানের ওপর। দেখা যাক কী হয়।
ফারহানা বলেন, 'আমি সারাক্ষণই ফারুকের সঙ্গে ছায়ার মতো আছি। ইবাদত-বন্দেগি করে সময় কাটছে তার। কিছু সময় ঘুমিয়ে কাটে। অনেকেই ফোন করে খোঁজ-খবর নিচ্ছেন।
২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।