জন্মদিনে চোখে কাপড় বেঁধে কেন যশের সামনে নুসরাত
৮ জানুয়ারি রোববার অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের জন্মদিন। বিশেষ দিনে একটু বিশেষ কিছু হবে না, তা কি সম্ভব? মধ্যরাত থেকেই জন্মদিন উদ্যাপনে মাতলেন সাংসদ-তারকা। শুধু কেক কেটেই ক্ষান্ত থাকবেন তা কি হয়? মাঝরাতেই জমল জন্মদিনের পার্টি।
‘ব্লাইন্ড ফোল্ড’-এ অভিনেত্রী। মুখে এক গাল হাসি। বোঝাই যাচ্ছিল জন্মদিনের চমক দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত। পরনে পুরোহাতা কমলা রঙের টপ। হাঁটু পর্যন্ত ছোট স্কার্ট। আর পায়ে গোলাপি জুতো। জিন্স আর সবুজ রঙের শার্টে নুসরাতের জন্মদিনের রাতে সমান উত্তেজিত যশও। ঘুমন্ত নুসরতের জন্য নিয়ে এসেছিলেন চকোলেট কেক। তবে সেই কেক না কেটে শুধু মোমবাতি নিভিয়েই শুয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিও আবার সকলের সঙ্গে ভাগ করে নেন নুসরত।
লেখেন, ‘আমার দিন। আমার মতো।’ তবে শুধু একটা কেক নয়, নুসরাতের জন্য একাধিক কেকের ব্যবস্থা করেছিলেন যশ। হ্যারি পটারের অনুরাগী নুসরাত। সে কথা মাথায় রেখেই বিশেষ কেকের ব্যবস্থা করেছিলেন যশ। সেই কেকের ছবি ভাগ করে নিয়ে যশের উদ্দেশে অভিনেত্রী লিখেছন, ‘এখনও পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় জন্মদিনের কেক। ধন্যবাদ প্রিয়।’
তবে তা বললে কি চলে? কাছের মানুষের জন্মদিন জমিয়ে উদ্যাপন করলেন যশ। এসছিলেন অতিথিরা। না অতিথিদের তালিকায় কারা ছিলেন, তা যদিও জানা যায়নি, তবে ছবি বলছে মাঝরাতের উদ্যাপনটা বেশ ভালই হয়েছে।