‘দাদুর’ সঙ্গে দেখা হয়েছিলো উরফির
উরফি জাভেদ এবং জাভেদ আখতার। দু'জনের নামেই মিল বিস্তর। এক সময়ে অনেকেই মনে করতেন, উরফি হয়তো জাভেদেরই পরিবারের সদস্য। কেউ কেউ আবার এও দাবি করেন যে, ২৫ বছর বয়সি অভিনেত্রী বর্ষীয়ান শিল্পীর নাতনি। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে উরফি জানিয়েছিলেন, নামে মিল থাকলে জাভেদের সঙ্গে তার আদৌ কোনও সম্পর্ক নেই। তবে এ বার তাকেই 'দাদু' সম্বোধন করে বসলেন অভিনেত্রী। কেন জানেন? সম্প্রতি বিমানবন্দরে জাভেদ আখতারের সঙ্গে দেখা হয়ে যায় উরফির। বর্ষীয়ান শিল্পীর সঙ্গে ছবিও তোলেন। জাভেদের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আপ্লুত তিনি। ইনস্টাগ্রামে তার সঙ্গে ছবি দিয়ে উরফি লেখেন, ‘আজ আমার দাদুর সঙ্গে দেখা হল। উনি একজন কিংবদন্তি। সকাল সকাল মানুষ তার সঙ্গে সেলফি তোলার জন্য লাইন দিয়েছিল। উনি কাউকে ফেরাননি। সবার সঙ্গে হাসিমুখে গল্প করেছেন। উনি খুবই আন্তরিক। আমি সত্যিই অবাক।’ উরফি লেখেন, ‘এমন একজন মানুষের সঙ্গে সকাল সকাল দেখা, যিনি একজন কিংবদন্তি। কত মানুষ তাঁর সঙ্গে সেলফি তুললেন, কিন্তু কাউকে ফেরাননি তিনি। ভীষণ ভাল মানুষ, আমি অভিভূত।’