জামিন পেলেন সেই সেলিম খান
অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পেলেন চাঁদপুরের সেই ইউপি চেয়ারম্যান সেলিম খান। আজ রোববার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে সেলিমের জামিনের আদেশ দেন।
তাকে ৩০ হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া জামিন দেয়া হয়। তবে তাকে আদালতে পাসপোর্ট জমা দিতে হবে।
বালু ব্যবসাসহ নানা কারণে সেলিম খান বেশ আলোচিত ব্যক্তি।
আদালতে তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন।
গত ১ আগস্ট দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।