রণালিয়ার মেয়ের মুখ কবে দেখা যাবে তা জানা গেলো
রণবীর কাপুর ও আলিয়া ভাটের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাহা কাপুরের মুখ দেখার জন্য। রণবীর-আলিয়ার প্রথম সন্তান, তাদের মেয়ে রাহার প্রথম ছবি গেলো নভেম্বরে শেয়ার করেছিলেন তারকা দম্পতি। কিন্তু সেই সময় মেয়ের মুখ দেখা যায়নি। আলিয়ার কোলে ছিল একরত্তি রাহা কাপুর। অবশেষে রণবীর-আলিয়ার মেয়ে রাহার মুখ কবে দেখা যাবে তা জানা গেলো।
মুম্বাইয়ের পাপারাৎজিদের তারকা দম্পতি জানিয়েছেন মেয়ের মুখ দেখার কথা। তবে অনুরাগীদের জন্য সেই খবর খানিকটা মন খারাপের। কারণ, রণবীর-আলিয়া জানিয়েছেন, রাহার মুখ দেখার জন্য অনুরাগীদের আরও বেশ খানিকটা লম্বা অপেক্ষা করতে হবে।
শনিবার মুম্বাইয়ের বিখ্যাত দুই পাপারাৎজি ভাইরাল ভায়ানি ও ভরিন্দর চাওলার সঙ্গে দেখা করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানেই ব্যক্তিগতভাবে রাহার ছবি না তুলতে অনুরোধ করেন রণবীর-আলিয়া।
ভরিন্দর চাওলা পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, আজ তারকা দম্পতি ব্যক্তিগত ভাবে পাপারাৎজিদের সঙ্গে দেখা করেছেন। সেখানেই মেয়ে রাহার ছবি না তোলার অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে মিডিয়ার লাইমলাইট থেকে মেয়েকে দূরে রাখতে চান রণবীর-আলিয়া। একইসঙ্গে তারা কথা দিয়েছেন, সঠিক সময় ও বয়সে অবশ্যই রাহার ছবি তোলার অনুমতি দেবেন রণবীর ও আলিয়া।