আর্কাইভ থেকে করোনা ভাইরাস

স্পেনে মাস্ক পরার ওপর থেকে বাধ্যবাধ্যকতা প্রত্যাহার

করোনা মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় মাস্ক পরার ওপর থেকে বাধ্যবাধ্যকতা তুলে নিয়েছে স্পেন সরকার। আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা দারিয়াস জানান, ২৬ জুন থেকে বাইরে মাস্ক পরার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আর থাকছে না।

তিনি আরও বলেন, শারীরিক দূরত্ব এবং করোনা শিষ্টাচার মানলে পার্ক, ফুটপাথ ও চত্ত্বরে মাস্ক পরার প্রয়োজন নেই। তবে রোগীর চিকিৎসা, হাসপাতাল এবং অন্যান্য সেবাদানের ক্ষেত্রে এখনও মাস্ক পরতে হবে। প্রতিবেশী দেশ ফ্রান্স মাস্ক পরায় বাধ্যবাধ্যকতা তুলে দেওয়ার পরই স্প্যানিশ সরকারের এ ঘোষণা এলো।

স্পেনে করোনা ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছে দেশটির জনসংখ্যার অর্ধেকের মতো মানুষ। এদের ৯০ শতাংশই বয়স ৫০ বছরের বেশি।

স্পেনে গতকাল বৃহস্পতিবারও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন। নতুনভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার হাজার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন