আর্কাইভ থেকে ফুটবল

মেসিদের বিপক্ষে সৌদি আরবে অভিষেক হবে রোনালদোর

ম্যানেচস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগদানের পর এখন পর্যন্ত অভিষেক হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। আল নাসেরে জার্সিতে মাঠে নামার আগেই সৌদি ফুটবলে অভিষেক হতে যাচ্ছে তার।

এই মাসের ১৯ তারিখ আল হিলাল ও আল নাসেরের যৌথ দলের হয়ে পিএসজির বিপক্ষে মাঠে নামবেন তিনি বলে জানিয়েছেন তার ক্লাব কোচ রুদি গার্সিয়া। যার ফলে আরও একবার দেখা যেতে পারে মেসি ও রোনালদোর লড়াই।

গেলো বছর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে হারের পর এক দর্শকের ফোন ভাঙেন রোনালদো। সেই ঘটনায় রোনালদোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে আল নাসেরের হয়ে দুটি ঘরোয়া ম্যাচে খেলতে পারবেন না ৫ বার ব্যালন বিজয়ী এই ফুটবলার।

৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড গেলো শুক্রবার লীগে আল তাইয়ের বিপক্ষে আল নাসেরের ২-০ গোলে জয়ের ম্যাচে দূর থেকে দেখতে হয়েছে। দলের পরের ম্যাচে আল শাবাবের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। আগামী ২২ জানুয়ারি লীগে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসেরের জার্সিতে অভিষেক হবে তার।

এ সম্পর্কিত আরও পড়ুন