আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা সংক্রমণ রোধে সিডনির বিভিন্ন এলাকায় লকডাউন

মহামারি করোনাভাইরাস ঠেকাতে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ নগরী সিডনির মধ্যাঞ্চলের চারটি এলাকায় লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ। এক সপ্তাহের জন্য বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-১৯ এর দ্রুত সংক্রামক ধরন ডেল্টা ভ্যারিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে এমন নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ কাযকর হবে আজ শুক্রবার মধ্যরাত থেকে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে সিডনিতে বেশ কয়েকজন করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিডনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের একজন ক্রুকে কোয়ারেন্টিন হোটেলে নিয়ে যাওয়ার সময় একজন লিমুজিন চালক করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্ট অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫-তে দাঁড়ানোর পর শুক্রবার মধ্যরাত থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের সফল দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ হাজার মানুষ। মারা গেছে ৯১০ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন