আর্কাইভ থেকে দুর্ঘটনা

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

রাজশাহীর পবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) ও কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী নগরীর কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

তিনি জানান, গতকাল বিকেলে সাড়ে ৪ টার দিকে রাজশাহী শহরের দিকে আসছিল মোটরসাইকেল আরোহী তিনজন। আর নগরী থেকে একটি রড বোঝাই ট্রাক মোহনপুরের দিকে যাচ্ছিল। পথে পবা উপজেলার ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিন মোটরসাইকেল আরহী।

ওসি আরও বলেন, এসময় ঘটনাস্থলেই শাহীন ও সোহাগ মারা যান। পরে স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর চালক ও হেল্পার ট্রাক ফেলে পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন