পেলের জন্য স্টেডিয়ামে সিংহাসন
ফুটবল রাজা পেলের মৃত্যুর পর বিভিন্ন দেশ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন ভাবে । ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ করেছেন পৃথিবীর সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর। ইতোমধ্যে কেপভার্দে ও গিনি বিসাউ তাঁর নামে স্টেডিয়ামের নাম দেয়ার সিদ্ধান্তও নিয়েছে।
এবার মেক্সিকান ক্লাব পাচুকা তাদের হিদালগো স্টেডিয়ামে কিংবদন্তি পেলের জন্য একটি চিরস্থায়ী সিংহাসন উন্মোচন করেছে। সোমবার পাচুকার প্রেসিডেন্ট হেসুস মার্টিনেজ উন্মোচন করেন সিংহাসনটি। পাচুকা তাদের টুইটে সিংহাসনের ছবি প্রকাশ করে বলে, সর্বকালের সেরা খেলোয়াড় ফুটবলের রাজার জন্য এ সিংহাসন।
সেদিন ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে পাচুকার খেলোয়াড়েরা মাঠে নেমেছিলেন। ম্যাচ শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে স্টেডিয়ামের আলো নিভিয়ে ড্রোনের সাহায্যে করা হয় পেলের ক্যারিয়ার ডিসপ্লে। খেলোয়াড় থেকে দর্শক, পেলেকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন।
২০০১ সালে পেলে দেখতে গিয়েছিলেন পাচুকা ক্লাব । তখন ক্লাবটির একটি মাঠ নামকরণ করা হয় তাঁর নামে। এর তিন বছর পর হিদালগো স্টেডিয়াম পুনরায় উন্মুক্ত করা হয়। সেই অনুষ্ঠানেও যোগ দেন পেলে।