আর্কাইভ থেকে জাতীয়

‘মেগা প্রকল্পের দুর্নীতি কোথায় হয়েছে তা স্পষ্ট করে বলতে হবে’

মেগা প্রকল্পের কোথায় কত দুর্নীতি হয়েছে তা স্পষ্ট করে বলতে হবে। তার জবাব আমি দেবো। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার ( ১১ জানুয়ারি) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও সমন্বয় করা হবে। মুদ্রাস্ফীতি কমাতে সরকারি ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিতরণের পাঁচ কোটি মানুষ সুফল পাবে। রমজানে খাদ্যপণ্যের কোনও সমস্যা হবে না। তিনি বলেন, জনগণ জানে আওয়ামী লীগ যে ওয়াদা দেয়, সেই ওয়াদা রাখে। আওয়ামী লীগ যে কথা দেয় সেই কথা রাখে। আমরা কথা দিয়ে কথা রাখি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে জনগণের সেবা করা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন হওয়া। আওয়ামী লীগ সরকার আছে বলে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর এখনো মানুষের আস্থা-বিশ্বাস আছে। প্রধানমন্ত্রী বলেন, যারা মজুতদারি, কালোবাজারি এবং এলসি খোলা নিয়ে দুই নম্বরি করে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং সামনেও নেব। প্রয়োজনে আমরা আরও কঠোর ব্যবস্থা নেব। মানুষের কষ্ট যেন না হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেব।

এ সম্পর্কিত আরও পড়ুন