আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

গরিব দেশের জন্য টিকা চেয়ে ডব্লিউএইচও প্রধানের আকুতি

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা পৃথিবী। ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কার হলেও থামছে না মৃত্যুর মিছিল। বিশ্বের বিভিন্ন দেশেই ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়েছে। তবে ভ্যাকসিন পাচ্ছে না গরিব দেশগুলো। এবার গরিব দেশের জন্য টিকা চেয়ে আকুতি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।

শুক্রবার (২৫ জুন) ডব্লিউএইচও'র সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আকুতি জানান তিনি।

তিনি বলেন, 'ধনী দেশগুলোতে করোনার ব্যাপক ঝুঁকি না থাকলেও যেখানে তরুণ-যুবকদের টিকা দেয়া হচ্ছে। অথচ গরিব দেশগুলোতে টিকার ব্যাপক সংকট দেখা দিয়েছে। আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে, বিশ্ব সম্প্রদায় হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি। দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে এসব দেশের আগ্রহ নেই।'

আফ্রিকার কথা টেনে ডব্লিউএইচও প্রধান বলেন, 'আফ্রিকার অবস্থা হলো সেখানে গত সপ্তাহে মৃত্যু ও আক্রান্ত আগের সপ্তাহের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনার ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ৮৫টি দেশে এ ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। কিছু দেশে নিষেধাজ্ঞা বাতিল করা হচ্ছে। আর এতেই ভাইরাসটির প্রাদুর্ভাব আরও বাড়তে পারে।'

ওই সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রুস আয়ালওয়ার্ড বলেন, 'কোভ্যাক্সের মাধ্যমে এ মাসে আমরা অ্যাস্ট্রাজেনেকার, ভারতের সেরামের এবং জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকাও পাইনি। পরিস্থিতি এখন ভয়াবহ।'

এস

এ সম্পর্কিত আরও পড়ুন