আর্কাইভ থেকে ক্রিকেট

সিরিজ বাঁচানো ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। সিরিজ হার এড়াতে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের। ড্র করলেও ১-০ তে সিরিজ হাতছাড়া হবে মুমিনুলদের।

এদিকে চট্টগ্রাম টেস্ট থেকে ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টেও এক পেসার নীতিতে রয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় একমাত্র পেসার হিসেবে একাদশে ফিরেছেন আবু জায়েদ রাহি। 

ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের রিপ্লেস হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য।

ওয়ানডে সিরিজে ক্যারিবীয়ানদের রীতিমতো উড়িয়ে দিয়ে চট্টগ্রাম টেস্টেও জয়ের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন পর্যন্ত এগিয়ে থেকেও অভিষিক্ত কাইল মায়ার্সের অবিশ্বাস্য এক ডাবল সেঞ্চুরিতে সব লন্ডভন্ড হয়ে যায়। বাংলাদেশের জয়ের সম্ভবনাকে উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য এক জয় এনে দেন মায়ার্স।

অবশ্য মিরপুরের পরিসংখ্যানও কথা বলছে সফরকারীদের পক্ষে। শের-ই-বাংলায় এ পর্যন্ত তিন টেস্ট খেলে দুটিতেই জিতেছে ক্যারিবীয়রা। সাফল্যের হার ৬৬.৬৬, যেখানে এই স্টেডিয়ামে টেস্টে বাংলাদেশের সাফল্যের হার ৩০ শতাংশ। ২০ টেস্ট খেলে জয় ৬টিতে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন