আর্কাইভ থেকে অপরাধ

দিনে শ্রমিক, রাতে ভয়ংকর ডাকাত

শাওন আহম্মেদ জয়, জাহিদুল ইসলাম, ইয়ামিন, হৃদয় ও বাবুল দিনে এরা কেউ রাজমিস্ত্রি, কেউ হোটেল বয় আবার কেউ বা কাজ করে ডেকোরেটর দোকানে। তবে রাতের অন্ধকারে বদলে যায় তাদের পরিচয়, তারাই দুর্ধর্ষ ডাকাত-ছিনতাইকারী হয়ে যায় । সবাই মিলে নেমে পড়ে ছিনতাই-ডাকাতিতে।

মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এমনই একটি চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, ২৮ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় বুয়েট এলাকায় একটি পিকআপ দুই ব্যক্তিকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কেড়ে নেয় মোবাইল ফোনসেটসহ নগদ টাকা।

এ ঘটনায় চকবাজার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগিরা। পরে থানা পুলিশের পাশাপাশি ডিবি বিভাগ শুরু করে ছায়াতদন্ত। পরে কেরানীগঞ্জে এই ডাকাত দলটির সন্ধান মেলে। তারা তাদের ছিনতাই করা পিকআপ দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা,  মহাখালী, শাহআলী, মিরপুরের গুদারাঘাট, শেরেবাংলা নগর, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও ভুলতা  ডাকাতি-ছিনতাই করতো।

এ সময় তাদের কাছে ডাকাতিতে ব্যবহূত দুটি পিকআপ, একটি চাপাতি, তিনটি চাকু, নগদ কিছু টাকা ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন