বিসিবির শীর্ষ কর্তাদের নিয়ে পাপনের হঠাৎ বৈঠক
ঢাকার প্রথম পর্ব শেষ করে বিপিএল এখন বন্দরনগরী চট্টগ্রামে। ক্রিকেটার, কোচ ও ফ্র্যাঞ্চাইজি কর্তাদের গন্তব্য ও অবস্থান এখন রেডিসন ব্লু আর পেনিনসুলা হোটেল।
আর এমন সময় আজ বৃহস্পতিবার হঠাৎ এক হয়েছেন বিসিবির সব শীর্ষ কর্তা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, ইসমাইল হায়দার মল্লিকসহ শীর্ষ কর্তারা এখন রাজধানীর ওয়েস্টিন হোটেলে।
দুপুর ১টা টানা নাগাদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সেখানে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রামে বিপিএল রেখে হঠাৎ সবাই রাজধানী ঢাকায় একটি হোটেলে কেন সমবেত হয়েছে এ নিয়ে মিডিয়া পাড়ায় শুরু হয়েছে গুঞ্জন।
বিপিএলে নানা সমালোচনা, সাকিব ছাড়াও কিছু ক্রিকেটারের অশোভন আচরণ, বাজে আম্পায়ারিং- এসব নিয়েই কথা বলবেন নাকি বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ নিয়েই হবে মূল আালোচনা। সে সব কিছুই জানা যায়নি পরিষ্কার ভাবে।