আর্কাইভ থেকে আফ্রিকা

মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় শান্তিরক্ষী, আহত ১৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আলাদা দুইটি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ছয় সদস্য। আহত হয়েছে আরো ১৩ জন। স্থানীয় সময় শুক্রবার এসব হামলা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) মুখপাত্র জানান, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে গাও অঞ্চলের ইছাগড়া গ্রামের কাছে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে গাড়ি বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় জার্মানির ১২ ও বেলজিয়ামের এক শান্তিরক্ষী আহত হয়।

এক বিবৃতিতে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-ক্যারেনবার জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জার্মান সেনার অবস্থা গুরুতর। এদের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল, আরেকজনের অস্ত্রোপচার চলছে।

এ ঘটনায় মালির জাতিসংঘ মিশন প্রথমে ১৫ জন আহত হওয়ার কথা জানালেও পরে ওই সংখ্যা ১৩ তে নামিয়ে আনা হয়।

এদিকে, এক বিবৃতিতে মালির সেনাবাহিনী জানিয়েছে, একই দিন মোপতি অঞ্চলের বোনি এলাকায় আলাদা হামলায় ছয় সেনা নিহত ও একজন আহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি তারা।

ওই অঞ্চলে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

মালিতে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী রয়েছেন। দেশটিতে শান্তিরক্ষী পাঠানোর শীর্ষে রয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত পশ্চিম আফ্রিকার দেশটিতে মোট ২৪৫ শান্তিরক্ষী মারা গেছে।

গেল এপ্রিল পর্যন্ত মালিতে বাংলাদেশের এক হাজার ২৭৯ জন সেনা ও ২৮১ জন পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে রয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন