ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র কিনে দিচ্ছে কানাডা
আমেরিকার কাছ থেকে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কিনে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন কানাডা। কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনান্দ এ ঘোষণা দিয়েছেন।
মেক্সিকোয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বৈঠকে এই ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত হয়।
কানাডা সরকারের ঘোষণা অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের মূল্যমান হবে ৪০ কোটি ৬০ লাখ ডলার। এর আগে গত নভেম্বর মাসের মাঝামাঝি কানাডা সরকার ইউক্রেনকে ৫০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছিল।
কানাডার পক্ষ থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেয়ার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ধন্যবাদ জানান।
জেলেনস্কি টুইট বার্তায় বলেছেন, "আমাদের আকাশ রক্ষায় সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ"।
আমেরিকার এই ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমান ভূপতিত করতে পারে।
কানাডার পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে উপহার হিসেবে তুলে ধরা হলেও প্রকৃতপক্ষে তা কোনো অনুদান নয় বরং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো দেশ হিসেবে কানাডা ইউক্রেনকে সামরিকভাবে সমর্থন দিচ্ছে। এরইমধ্যে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর বিভিন্ন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধ মূলত তাদেরই যুদ্ধ।