আর্কাইভ থেকে ফুটবল

ফাইনালে মাদ্রিদ, অপেক্ষা বার্সেলোনার

ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপারকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। তবে নির্ধারিত সময়ে জয় তুলে নিতে পারেনি ভিনিসিয়াস-বেনজেমারা। খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

বুধবার (১১ জানুরারি) রাতে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সেমিফাইনাল ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় মাদ্রিদ।

খেলা শুরুর মাত্র ১০ তম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। কিন্তু অন টার্গেটে শট রাখতে পারেনি রদ্রিগো। ২০ মিনিটের আগে রিয়ালের আরও দুটি শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। এরপর রক্ষণ সামলে আক্রমনে আসে ভ্যালেন্সিয়াও। ১৯তম মিনিটে গায়ার ক্রসে কাভানির হেড ফিরিয়ে দেন কোর্তোয়া।

৩৯তম মিনিটে ডি-বক্সের ভেতর বেনজেমাকে বিপজ্জনক ট্যাকল করে বসে ভ্যালেন্সিয়া। ফলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। দারুন স্পট কিকে দলকে এগিয়ে নেন বেনজেমা। প্রথমার্ধে এই একটি শটই ছিল রিয়ালের লক্ষ্যে! প্রথমার্ধের যোগ করা সময়ে কাভানির শট জালে জড়ালেও অফসাইডের বাতিল হয় গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের জালে বল পাঠায় ভ্যালেন্সিয়া। ৪৬ তম মিনিটে ভ্যালেন্সিয়ার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামুয়েল লিনোর দারুণ শটে দল ফেরে সমতায়। খেলায় সমতা ফেরার পর নির্ধারিত সময়ে আর  গোল পায়নি কোনো দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে এসেও জালের দেখা খুজে পায় না কোন দল। ফলে খেলা চলে যায় টাইব্রেকারে। টাইব্রেকারে বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার হোসে গায়ার শট। ফলে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেন কার্লো আনচেলত্তির দল।

সেমিফাইনালে অপর ম্যাচে আজ বৃহস্পতিবার রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। দুই দলের মধ্যে জয়ী দল আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। তাই আরও একবার স্প্যানিশ সুপারকাপের ফাইনালে দেখা যেতে পারে এল ক্লাসিকো।

 

আরও পড়ুনঃ বিসিবির শীর্ষ কর্তাদের নিয়ে পাপনের হঠাৎ বৈঠক

এ সম্পর্কিত আরও পড়ুন