প্রাক্তন স্ত্রীর প্রেমিকের গলা জড়িয়ে পার্টিতে হৃতিক!
যেখানে হৃতিক রোশন সেখানেই সুজান খান বা বলা যেতে পারে এক জন যা করেন, অন্য জনও তাই করেন। হৃতিক যেমন সাবা আজাদকে নিয়ে বছরশেষে সুইৎজারল্যান্ড ঘুরলেন, সুজানকেও এ বার গোয়ায় দেখা গিয়েছে আর্সলান গনির সঙ্গে। তবে, বাকি ছিল আরও এক চমক। হৃতিক ও আর্সলানের যে বন্ধুত্ব হয়েছে তা কি জানে অনুরাগীরা!
গেলো মঙ্গলবার (১০ জানুয়ারি) হৃতিকের ৪৯তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে একটি ছবি পোস্ট করেন আর্সলান। যেখানে প্রাক্তন স্ত্রীর বর্তমান প্রেমিককে জড়িয়ে নিজস্বী তুলতে দেখা যায় হৃতিককে। কোনও এক পার্টিতে তোলা সেটি। দু’জনের পোশাকও প্রায় একই রকম। কে বলবে তারা একই নারীর প্রাক্তন আর বর্তমান। রেষারেষির চিহ্নমাত্র নেই। সেই ছবির নীচে ভালবাসা জানিয়ে হৃতিক লিখলেন, ‘ধন্যবাদ বন্ধু (ইয়ারা)’। দেখে তাজ্জব অনুরাগীরা, তবে এই দুই পরিবারের অভিধানেই যে এখন ‘অসম্ভব’ বলে কিছু নেই, তাও বেশ টের পাচ্ছেন সকলে।
বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও তাই একই সঙ্গে শিরোনামে আসেন প্রাক্তন জুটি হৃতিক-সুজান। যেন পরস্পরকে দেখিয়েই ভাল থাকার প্রতিযোগিতায় মেতেছেন প্রাক্তন দম্পতি। এ বছর জন্মদিনেই বিয়ের খবর দিয়েছেন হৃতিক। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবা আজাদই তার জীবনে বসন্তের ছোঁয়া এনে দেয়। রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাবা-হৃতিক। প্রথম থেকে প্রেমিকাকে কখনওই লোকচক্ষুর আড়ালে রাখেননি তিনি। ইতিমধ্যেই একত্রবাস শুরু করেছেন তারা। নতুন ফ্ল্যাটও কিনেছেন অভিনেতা। সাবাকেই ঘরনি করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হৃতিক। খুশি রোশন পরিবারও। এ বার সুজানও কি আর্সলানকে বিয়ের কথা ঘোষণা করবেন?