আর্কাইভ থেকে আওয়ামী লীগ

জনগণের উদাসীনতায় কঠোর লকডাউন: তথ্যমন্ত্রী

করোনাভাইরাসের ভয়াবহতা জানার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মানুষের উদাসীনতার কারণেই সরকার বাধ্য হয়ে কঠোর লকডাউনের পথ বেছে নিয়েছে। বললেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ শনিবার (২৬ জুন) সকালে রাজধানীর মিন্টোরোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, লকডাউন নিশ্চিতে সরকার কঠোর শক্ত অবস্থানে থাকবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নামানো হবে সেনাবাহিনী।

হাছান মাহমুদ  বলেন, ‘করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে সেই ভীতিটা নেই। মানুষ জানে করোনা কত ভয়াবহ, কত ভয়ানক। এরপরও মানুষ মানছে না। সেজন্য আসলে সরকারকে বাধ্য হয়েই এই লকডাউনের সিদ্ধান্তে যেতে হয়েছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন